আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপি খোকাকে সংবর্ধনা

সোনারগাঁ প্রতিনিধি :
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় বারের মত সোনারগাঁয়ের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ জানুয়ারি শুক্রবার বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহীনুর ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, অর্থ সম্পাদক নজরুল ইসলাম সহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিকে এসময় এমপি খোকাকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, লেডিস ক্লাব, জাতীয় মহিলা সংস্থা, সরকারি কর্মচারী ক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকেও ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে।