নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ব্যবসায়ী আজাদের কথপোকথনের অডিও এডিটিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। বুধবার রাতে পরিবার নিয়ে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার সময় পুলিশ ওই এডিটিং করা অডিওর জেরে রিয়াদ চৌধুরীকে আটক করে। তবে তার বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা না থাকায় তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আদালত চত্বরে উপস্থিত হয়ে আজাদ ডাইংয়ের মালিক আজাদ হোসেন জানান মুঠোফোনের কথোপকথনের অডিওটি এডিটিং করা।
তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা রিয়াদ তার আত্মীয়। ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে এই প্রপাগান্ডা ছড়িয়েছে। যা সত্যি নয়। তিনি এই মিথ্যা অভিযোগ থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক না রেখে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার দাবি করেন।