আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একনেক সভায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর যোগদান

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠনের দুই সপ্তাহ পর একনেকের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। ১৮৯৩ কোটি টাকার ৮ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থা অর্জনে মন্ত্রীদের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য স্বাধীনতার ৪৭ বছর পর নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগ সরকার এবার প্রথম পূর্ণ মন্ত্রী দিয়েছে। মন্ত্রী হিসেবে একনেকের সদস্য হয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি রাষ্ট্রীয় কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সহযোগিতা করছেন।