আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিন আগেই ফতুল্লায় ঈদ উদযাপন

আগামী কাল সোমবার (২৮ শ্রাবন, ১২ আগস্ট) বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে। কিন্তু একদিন আগেই নারায়ণগঞ্জের  ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে তারা সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করেছেন।  ১১ আগস্ট রোববার সকাল ১০টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করে।

প্রতি বছরের মত এবারও ঈদের জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ,বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেয়। ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানী দেয়।