বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ ৮২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদকসেবীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন ও চুরাভূরা এবং এনায়েতনগর এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ।
জানা গেছে, বন্দর থানার এসআই সালাউদ্দিনসহ সঙ্গীয় র্ফোস নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত জামাল উদ্দিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আতিক উদ্দিন গেসু (৪০) ও একই এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে অপর ইয়াবা ব্যবসায়ী ইমরান (৩৫)কে গ্রেপ্ততার করে।
একই রাতে বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস চুনাভূরা এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আলীসারদী এলাকার মৃত দুলাল হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী বাবুল ওরফে আলু বাবুল (৩৫) ও চুনাভূরা এলাকার মৃত হারুন অর রশিদ মিয়ার ছেলে মাদক সেবী সুমন (৪৫) কে গ্রেপ্তার করে।
এছাড়াও একই রাতে বন্দর থানার এএসআই নাসির উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবরেটসহ চৌধূরীবাড়ী এলাকার সুরুজ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মাসুদ (১৯)কে গ্রেপ্তার করে।
ধৃতদের মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।