আজ মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউএনও সোহাগ হোসেনের বদলি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেনকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল টাঙ্গাইল ঘাটাইল উপজেলা। তিনি সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। রোববার (২৭ জুন) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ কে এম মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এদিকে একই প্রজ্ঞাপনে আড়াইহাজারের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে। ৩৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা রফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।