আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিয়া (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই নাশির উদ্দিন জানান, নিহতের ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার চৈতনকান্দা গ্রামে ইমরানের স্ত্রী এবং নরসিংদীর কন্দ্রপদি এলাকার বাবুলের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এর আগে কিছুই বলা যাবে না।