আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৩ মাদক বিক্রেতা আটক

পৃথক অভিযানে আড়াইহাজারে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাটখোলার মানিক মিয়ার ছেলে জুম্মন, একই এলাকার নুরু মিয়ার ছেলে মোকবল হোসেন ও কালিয়াপাড়ার আব্দুল বাছেদ মিয়ার ছেলে মানিক।

সোমবার (২৯ জুলাই) সকালে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, জুম্মনের কাছ থেকে ১০টি ইয়াবা, মানিকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মোকবলের কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।