আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পশ্চিম পাড়া গ্রামের ইসমাইল মোল্লা (৬০) নামে ১ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে।
পুলিশ জানায়, নরসিংদী কোর্টে ২০২১ সালের মামলা নং ৯৪৭/১৮, একটি চেকের মামলায় নরসিংদী যুগ্ন দায়রা জজ আদালতে ইসমাইল মোল্লার ১ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।
শুক্রবার (৫ মার্চ) গভীর রাতে থানার এস আই মস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে গিয়ে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারের পর শনিবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।