আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শতাধীক বিএনপি নেতা কর্মীর আ.লীগে যোদান

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-
আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নে বিএনপির শতাধীক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদয়দীতে এক মত বিনিময় সভায় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর হাত ধরে তারা আওয়ামীলীগে যোগদান করেন।
সাবেক মেম্বার আওলাদ হোসেন মোল্লা ও বিএনপি কর্মী মোঃ বিপ্লবের নেতৃত্বে প্রায় শতাধীক নেতাকর্মী এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মোতালিব ভূঁইয়া।

এ সময় তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এমপি বাবুর ব্যাক্তিত্ব ও কর্মে মুগ্ধ হয়ে আমরা দল পরিবর্তন করেছি। এখন থেকে আমরা আওয়ামীলীগের একনিষ্ট কর্মী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউপি চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভূঁইয়া, থানা ছাত্রদল সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক আসলাম পাঠান প্রমুখ।