নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোজাম্মেল হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের উপজেলার সুলতানসাদী এলাকার শ্মশানঘাট থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মোজাম্মেল উপজেলার জাঙ্গালীয়া এলাকার ওয়ালিউল্লাহর ছেলে।
পরিবারের বরাত দিয়ে থানা উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, শনিবার সন্ধ্যা থেকে মোজাম্মেলকে পরিবারের লোকজন খোঁজে পাচ্ছেনা। রোববার সকালে লোক মুখে জানতে পারে সুলতানসাদী শ্মশানে একটি লাশ পড়ে আছে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের লোকজনের লাশের পরিচয় সনাক্ত করে।
থানার ওসি আক্তার হোসেন জানান, নিহতের গায়ে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। লাশের পাশে মাদক মিশ্রিত একটি কোল্ড ড্রিংকসের বোতল পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারনে তার মৃত্যু ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তা পরিষ্কার হবে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।