নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিয়ে বাড়িতে দুই দফায় হামলা, ভাংচুর ও আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আড়াইহাজার পৌরসভাধীন তুরকুনি এলাকায় বৃহম্পতিবার ও শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
কনের মামা মনির হোসেন জানান, তার ভাগ্নে আমেনা খাতুনের বিয়ের অনুষ্ঠানের সামিয়ানা টানানোকে কেন্দ্র করে প্রতিবেশী শফিজউদ্দিনের দুই ছেলে রিদয় ও সুমনের সঙ্গে বাগবিতন্ডার ঘটনা ঘটে।
এরই জেরে প্রথমে বৃহম্পতিবার রাতে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে বেশ কিছু চেয়ার ও টেবিল ভাংচুর করে। দ্বিতীয় দফায় শুক্রবার রাতে ফের তারা হামলা চালিয়ে গেটসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে ফিরে আড়াইহাজার থানার এসআই মোস্তাফিজ জানান, স্থানীয় দুই যুবক পূর্বশক্রতার জেরে বিয়ে বাড়িতে গেটের কিছু অংশে আগুন দিয়েছে বলে কনের মা ও অভিযোগের বাদীনি জগনের অভিযোগ। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আড়াইহাজারের ওসি আক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।