আজ সোমবার, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নাজিম চেয়ারম্যানের শোডাউন

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে ১০ নং উচিৎপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজিমউদ্দীন মোল্লার বিশাল নির্বাচনী শোডাউন বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শোডাউনের আগে শত শত লোক জড়ো হয়ে প্রার্থী নাজিমউদ্দীন মোল্লার বাড়ীর সামনে রাস্তায় এক পথসভার অয়োজন করে। সভায় বক্তব্য রাখেন প্রার্থী নিজেই। এ সময় বক্তব্যে নাজিমউদ্দীন মোল্লা বলেন, আমি পর পর দুবার সরকার দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবা করেছি। আমাকে এ যাত্রায় আবারও চেয়ারম্যান নির্বাচিত করলে আমি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে আরো আন্তরিকতার সাথে কাজ করে যাব। পথ সভা শেষে শোডাউনটি ইউনিয়নের প্রতিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।