আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুমি আক্তার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী গ্রাম থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়।

নিহত রুমি ওই গ্রামের শাখাওয়াত হোসেনের স্ত্রী।

গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই ফরিদ জানান, ৫ বছর আগে পার্শ্ববর্তী মোল্লার চর গ্রামের মজিবুর রহমানের মেয়ে রুমির সাথে লক্ষিবরদী গ্রামের আলী হোসেনের ছেলে শাখাওয়াতের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের আগে এই ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।