আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গার্মেন্টের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অর্ধশতাধিক

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার রাতে গার্মেন্টেসের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় বগাদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। বাসটি রুপগঞ্জের দহরগাওয়ের ফকির ফ্যাশন গার্মেন্ট থেকে গোপালদী এলাকায় যাচ্ছিল।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সাজেদা, আমেনা, রেহেনা, রোজিনা, আছমা, ওসমান গণি, ঝরনা, শাবেকুন নাহার, সেলিনা, ওসমান হোসেন, মহসিন, ডলি আক্তার ও ছালমা, রাসেল, মহসিন, সাবিনা, রেহেনা, রাজু, রুবেল, জয়নব, শাফিয়া, কামরুনাহার, নুরুন নাহার, তাছলিমা ও লিপি। অন্যরা স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন জানান, রাত ৮টার দিকে দুর্ঘটনায় আহত অন্তত ৫০ জন ব্যাক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে। সবাই ফকির ফ্যাশনের শ্রমিক। এদের মধ্যে অধিকাংশই নারী।

আহত শ্রমিক সেলিনা জানান, (ঢাকা মেট্রো-জ:-১৪-২৭২৮) নাম্বারের বাসটি কল্যান্দী এলাকা থেকে ৫০ জন শ্রমিক নিয়ে ফকির ফ্যাশন থেকে গোপালদী যাচ্ছিল। বেপরোয়া দ্রæতগতির বাসটি হঠ্যাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বগাদী এলাকায় পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ীতে থাকা ৫০ শ্রমিকের মধ্যে সবাই কমবেশী আহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেশ কিছু শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়।