আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কঙ্কাল ও খুলিসহ আটক-৪

আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে ৪টি মৃত দেহের খুলি ও ৩টি মৃত দেহের বিভিন্ন অংশের ১৫০টি হাড়সহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরা হলো ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল, একই জেলার হালুয়াঘাট থানাধীন বাউসা এলাকার আমির হোসেন, জামালপুর জেলা ও থানাধীন সিহাটা বাজার বাকাইল এলাকার আনার আলীর ছেলে সুমন ও মৌলভী বাজার জেলার কুলাউড়া থানাধীন দক্ষিন ইসলামাবাদ এলাকার নাছির দর্জির ছেলে রাসেল।

এ ঘটনায় আড়াইহাজার থানার এএসআই ফরহাদ আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় ধৃতব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মো: মাজেদ মিয়া জানান, তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে ভোর রাত পৌনে ৪টার দিকে স্থানীয় উচিৎপুরা এলাকায় হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের সামনে চার ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ চেক করার এক পর্যায়ে ৪টি মৃত দেহের মাথার খুলি ও ৩টি মৃত দেহের বিভিন্ন অংশের ১৫০টি হাড় উদ্ধার করা হয়। এগুলো নিয়ে তারা স্থানীয় উচিৎপুরা বাজার এলাকা থেকে আড়াইহাজারের দিকে যাচ্ছিল।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরেই একটি চক্র স্থানীয় বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। ঘটনার পর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারে তৎপর ছিল।