আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আশার খাদ্য সহায়তা

সংবাদচর্চা রিপোর্ট:

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বেসরকারী এনজিও সংস্থা আশা । সারা দেশে সংগঠনটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সোমবার আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের  কাছে আশার পক্ষ থেকে ২শ ব্যাগ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ,১ লিটার তেল।  খাদ্য সামগ্রী প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন বেসরকারী সংস্থা আশার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় আশার ডিস্ট্রিক্ট ম্যানাজার মো: ইয়াহিয়া, আড়াইহাজার অঞ্চল এর আরএমও ফরিদ আহমেদ, মদনপুর অঞ্চলে আরএমও মোঃ নজরুল ইসলাম , আড়াইহাজার শাখার বিএম মোঃ জহির উদ্দিনসহ অন্যন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।