সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজার উপজেলার বিভিন্ন বাজারে মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) উজ্জ্বল হোসেন। করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উজ্জ্বল হোসেন জানান, মানুষকে নিরাপদ রাখতেই আমাদের এই কার্যক্রম। দ্রব্যমূল্য বেশি রাখা, ঔষধ ও জীবাণুনাশক বিক্রিতে অধিক মূল্য আদায়, নির্ধারিত সময়ের পরেও বাজার দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানায় এসব অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। নিয়মিত জরিমানাও আদায় করা হচ্ছে।
অপর দিকে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন আড়াইহাজার বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
উপজেলার পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান, জন প্রতিনিধিরা জানায়, আড়াইহাজার উপজেলা প্রশাসন দিনরাত মানুষকে সচেতন হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াইহাজারে ৩৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১১৯ জন।