নিজস্ব প্রতিবেদক:
কায়েতপাড়া ২ নং ওয়ার্ড ( হরিনা গ্রাম) যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ইসরাফিল গাজীর নেতৃত্বে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানের সমর্থকরা।
গত ২ নভেম্বর হরিনা এলাকায় নৌকার মিছিলে হামলা করে তাকে পিটিয়ে আহত করে তারা । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ৩ নভেম্বর আহত আতাউর রহমানকে হাসপাতালে দেখতে যায় রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এসময় তারা আহত যুবলীগ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন। হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।