আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরবি বাংলায় রোজা রাখা ও ইফতারের নিয়ত

নবকুমার:

ইসলামের ৫ টি স্তম্বের মধ্যে রোজা রাখা অন্যতম ফরজ কাজ। আল্লাহ তাআলা রমজান মাস কে অত্যান্ত বরকতময় করেছেন। সারা বিশ্বের মুসলমানরা যথাযর্থ মর্যাদায় রোজা পালন করে। অধিকাংশ মানুষ রোজা রাখে কিন্তু নিয়ত জানানে না। তাতে সমস্যা নেই। রোজা রাখা এবং  নিয়তের  জন্য আলাদা নেকির ব্যবস্থা করেছেন আল্লাহ। সবাইকে নিয়ত জানতে হবে হোক আরবিতে বা  বাংলায়। কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারে সেক্ষেত্রে বাংলায় করলে চলবে।

রোজা রাখার নিয়ত: 

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরবি নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতার  করার নিয়ত 

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।