সংবাদচর্চা রিপোর্ট:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল মৃধা বলেছেন,আমি মরি নাই,আমার বিরুদ্ধে ৩০টি মামলা, ২বার গুলি ও ৫ বার হত্যার চেষ্টা করা হয়েছে ।আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে ২০ বছরই আমাকে রাজনীতি থেকে বাহিরে রাখা হয়েছে।
তিনি আগামী নির্বাচনে অংশ গ্রহণ প্রসঙ্গে বলেছেন,জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জ ৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করব।
কামাল বৃধা বলেছেন, আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাইনি। আমাকে বহিষ্কার করার ৩ মাস পরে গিয়েছিলাম। আমার রাজনৈতিক গুরু মনে করি যাদেরকে, তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তাঁর কথাতেই আমি বিএনপিতে যোগ দেই। কিন্তু সেটা নিজের জীবন রক্ষার স্বার্থেই।
শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে নৌকার মাঝি নামে একটি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল মৃধা এসব কথা বলেন।
কামাল মৃধা বলেন, আনায়ার ভাই আমাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বলছিলেন যুদ্ধের ময়দানে একপা পিছিয়ে যাওয়া হেরে যাওয়া নয়। আবার ফিরে আসার জন্যেই আমি সাময়িক সময়ের জন্য বিএনপিতে যাই। কিন্তু আমি তো বিএনপির মেম্বারই হতে পারি নাই। দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে আমার সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আওয়ামী লীগ ছেড়ে যাইনি, আমাকে সরিয়ে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন,আমি অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। আমি মানুষের ভালোর জন্য রাজনীতি করতে চেয়েছিলাম। আমাকে থামানোর জন্য সকল চেষ্টাই করা হয়েছে। আমার প্রাণের শহর নারায়ণগঞ্জ আজ যে সন্ত্রাস, ভয়ের নগরীতে পরিণত হয়েছে তাঁর বিরুদ্ধে লাড়াই করতে আপনাদের সহযোগিতা আশা করি।
কামাল মৃধা বলেন, নারায়ণগঞ্জ দেশের ধনী জেলাগুলোর মধ্যে একটা। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে সরকার লক্ষ লক্ষ টাকার ট্যাক্স পায়। এখানেই আবার কোটিপতি নেতার জন্ম হয়, যারা ভয় দেখিয়ে জিম্মি করে শহরের মানুষকে। আমি টাকার রাজনীতি করতে চাই না, চাই মানুষের রাজনীতি করতে। জননেত্রী শেখ হাসিনা আমার পাশে আছেন। তাঁর নৌকার অতন্দ্র প্রহরি হিসেবেই এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, এ বছর ১৬ই জানুয়ারি একটা ঘটনা ঘটে হকার ইস্যুকে কেন্দ্র করে। এর পরদিন রাত ৯ টায় আমি ফোন পাই আমাকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে স্থান দেয়া হয়েছে। আমি বিষ্মিত হয়েছিলাম, একি সঙ্গে বুঝতে পারি যে আমার কাছে নির্দেশনা এসেছে। আমি আমার গন্তব্য পেয়ে গেছি। তাই আমি নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনে প্রার্থী হতে চাই।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনে আগামী নির্বাচনের জন্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল মৃধা ছাড়াও উপস্থিত ছিলেন নৌকার মাঝি সংগঠনের নেতাকর্মীরা।