টি.আই.আরিফ:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তার সমর্থকদের কড়া ভাষায় হুশিয়ারি দিয়ে বলেছেন, আমি কোন টাউট ,বাটপারের নেতা হতে চাই না। আমি আপনাদের সঙ্গ ত্যাগ করবো। আমি অপরাজনীতি করবো না। যারা টাউট বাটপারি করে চাঁদাবাজি করে তাদের নেতা হতে চাই না। আমার হাজার হাজার মানুষের দরকার নাই। আমার কয়েকশ মানুষ হলেই এই যুদ্ধে আমি বিজয় অর্জন করতে পারবো।
মঙ্গলবার ২৪ জুন বিকালে তারাব পৌরসভার বরপা আনন্দ পল্লিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাজী মনির আরও বলেন, শহীদ জিয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। তিনি অন্যায়ের কাছে মাথানত করেন নাই।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেত্রী সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, সাবেক ছাত্রদল নেতা বায়েজিদ প্রধানসহ অনেকে।