আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাকে স্বৈরাচার বানাবে এমন সমর্থন চাই না: কাজী মনির

টি.আই.আরিফ:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেছেন, আমি আপনাদের দোয়া চাই। যে সমর্থন আমাকে স্বৈরাচার বানাবে এমন সমর্থন আমি চাই না। আমি একজন ভালো মানুষ হিসাবে আপনাদের সেবা করতে চাই। সবাই আমার জন্য আর্শীবাদ করবেন। আমি এই এলাকার সন্তান।
সোমবার ১১ নভেম্বর রাতে রূপসী মোল্লা বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কাজী মনিরুজ্জামান আরও বলেন, মাদক, সন্ত্রাস দূর করার জন্য সবাই কোরআন হাদিস মেনে চলবেন। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো। আমরা খারাপ কাজ করবো না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা পিন্টু মীর, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান।

সর্বশেষ সংবাদ