আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আটিগ্রামে মাটির সড়ক

বিল্লাল আহম্মেদ 
ইউনিয়ন পৌরসভার কাল শেষ হয়েছে সেই কবে। সিদ্ধিরগঞ্জের আটি গ্রাম এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের আওতায়। তবে এ এলাকাবাসীকে এখনো হাটতে হয় মাটির সড়ক দিয়ে। স্থানীয় কাউন্সিলর একাধিকবার আশ্বাস দিলেও এ মাটির সড়কটি পিচঢালা কিংবা ঢালাই সড়কে রূপ নেয়নি।
সরেজমিনে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভা আমলে একটি সরু ড্রেন রয়েছে এ সড়কে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। সড়কের একপাশে ড্রেজারের পাইপ রাখায় স্থানীয়দের চলাচলে বিঘœ ঘটছে।
এলাকাবাসির অভিযোগ, র্দীঘদিন ধরে মাটির সড়কে চলাচল করতে হচ্ছে তাদের। তার উপর বছরের অনেকটা সময় জুড়ে এই সড়কে পানি জমে থাকে। এছাড়া ড্রেনের পানি জমে ঘর-বাড়িতে উঠে যায়। স্থানীয় কাউন্সিলর আশ্বাস দেয় কিন্তু করে না। এলাকাবাসি সড়টি নির্মানের জন্য মেয়রের কাছে অনুরোধ করেন।
আটিগ্রাম এলাকার সাবেক মেম্বার জানান, কাউন্সিলর আসে দেখে চলে যায়। দুর্ভোগ পোহাতে হয় আমাদের। পৌরসভার আমলে ড্রেন করা হয়েছে সেই ড্রেনের পানি এখন বাড়িতে উঠে যায়। কাউন্সিলরের বাড়িতে তো পানি উঠে না তিনি এলাকাবাসির সমস্যা কি করে বুঝবেন। মেয়র যদি নিজে সড়টি করে না দেন তাহলে এই সড়ক হবে না।
স্থানীয় সংরক্ষিত কাউন্সিল মনোয়ারা বেগম জানায়, সব হবে। রেডি আছে। এলাকাবাসিকে ধৈর্য ধরতে হবে। সময় দিতে হবে। তাদের ভোটে কাউন্সিলর হয়েছি তাদের কাজ করবো।
তবে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বরাবরের মত এবারো ফোন ধরেনি।