আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন-ওবায়দুল কাদের

সংবাদচর্চা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আগাম নির্বাচন দিতে পারেন। তবে এ নিয়ে তার সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি।
শুক্রবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে এর আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, আগাম নির্বাচন হলে ইসি সেজন্য প্রস্তুত রয়েছে।
এর প্রেক্ষিতে সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন। এটা তিনি জানেন। এ নিয়ে তার সঙ্গে আলোচনা হয়নি। আর আমরা সব সময় প্রস্তুত আছি নির্বাচনে জন্য। আগামী মাসেও যদি হয় আমরা প্রস্তুত।’