আজ রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বিচারক নূর মহসীনের আদালতে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানীকালে সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানী করেন জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়নসহ বিএনপি সমর্থক আইনজীবীরা। আইভীর পক্ষে আদালতে শুনানী করেন এডভোকেট আওলাদ হোসেন, এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, এডভোকেট সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে।

জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আদালতে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ডের মাধ্যমে মিনারুলকে কিভাবে গুলি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে সেটা উদঘাটিত হবে বলে আশা করছি।

আইভীর পক্ষের আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় আদালতে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই মামলায় আইভীকে উদ্দেশ্য প্রনোদিত জড়ানো হয়েছে। আমরা রিমান্ডের বিরোধিতা করলেও আদালতে সেটা আমলে না নিয়ে তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আইভীর পক্ষের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে আইভী সরকারের সমালোচনা করেছে। তার এই মামলায় কোন সম্পৃক্ততা নাই।

উল্লেখ্য, এর আগে গত ৯ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট ৫ টি মামলা রয়েছে।