আজ শুক্রবার, ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইভীর কথা না শোনায় বেহাল করোনা !

সংবাদচর্চা রিপোর্ট
লকডাউন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ শব্দটির সঙ্গে মানুষ পরিচিত নয়। বাস্তবে তার কথার শতভাগ সত্যতা মিলেছে। আমজনতা ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও প্রশাসনের দেয়া লক ডাউনকে পাত্তাই দিচ্ছে না। যার ফলে নারায়ণগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
দেশে প্রথম ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হয়। প্রথম ৩ জনের মধ্যে নারায়ণগঞ্জেরই দুইজন। এরপর থেকেই ক্রমশ এ জেলায় রোগীর সংখ্যা বাড়ছে। পরবর্তীতে এখান থেকে সারা দেশে রোগী ছড়িয়ে পড়ে। এ কারনে নারায়ণগঞ্জ একটি দোষের নাম হয়ে দাঁড়িয়েছে। তবে বাস্তবতা ভিন্ন।
সচেতন মহলের মতে, প্রাচীণকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জে এসে বাস করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। প্রথমত নদী বন্দর, পরে পাট ও পাটকলের জন্য বিখ্যাত হওয়ায় এ ধারা শুরু হয়। এরপর মদনগঞ্জের ধান চাউলের আড়ত, নয়ামাটির হোসিয়ারী মানুষকে এদিকটায় আকৃষ্ট করে। তবে ‘৯০’র পর দ্রুত বাড়তে থাকে বিভিন্ন অঞ্চলের লোক। বিশেষ করে নিট গার্মেন্টের সংখ্যা বাড়ার পাশাপাশি নারী-পুরুষের ঢল নারায়ণগঞ্জের দিকে ছুটে। শিল্পের প্রয়োজনে এ ঢল আর থামানো যায়নি কিংবা চেষ্টাও করা হয়নি। এ কারনেই ঘিঞ্জি পরিবেশ তৈরী হয়েছে এখানে। আদমজী ইপিজেড ও ফতুল্লার বিসিক শিল্প নগরী গড়ে উঠায় অসংখ্য শ্রমিক-কর্মচারীর বাস সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায়। আর এ এলাকাগুলোতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী।
শনিবার পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা ৬২৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ আর মারা গেছেন ৩৯ জন। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থা দেখে গোটা জেলাকে লকডাউনের সিদ্ধান্ত হয় ৭ এপ্রিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ জেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হলো। এরপর বিভিন্ন এলাকাবাসী নিজেরা উদ্যোগ নিয়েও লকডাউন বাস্তবায়নের চেষ্টা চালায়। পাশাপাশি প্রশাসনও বিভিন্নভাবে লকডাউনের পক্ষে কাজ করে। তবে কার্যত তা খুব কাজে দেয়নি বলে মনে করেন সচেতন মহল।
এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শুরু থেকেই বলেছেন, সাধারণ মানুষ লকডাউন শব্দটির সঙ্গে পরিচিত নয়। তিনি বলেছিলেন, আরো কঠোর হয়ে কারফিউ জারীর কথা। তবে তার এ কথা আমলে নেয়া হয়নি।
সচেতন মহলের মতে, শুরু থেকে নারায়ণগঞ্জের ক্ষেত্রে আইভীর কথা মানলে এতদিনে পরিস্থিতি উন্নত হতো।