আজ বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় মানুষের পাশে আন নুসরাহ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
‎অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখা ও জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার লক্ষ্যে আন নুসরাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের সল্পেরচক এলাকায় আন নুসরাহ
‎ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় বক্তারা বলেন, “আমাদের সংগঠনটি ইসলামিক শরিয়াহ মোতাবেক পরিচালিত হয় এবং আত্মমানবতার সেবায় নিবেদিত।” বক্তারা আরও জানান, চট্টগ্রামে সংগঠনটির একটি শাখা অফিস রয়েছে। সমাজের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎বক্তারা মাদকবিরোধী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, “ডেঙ্গুর চেয়েও ভয়াবহ মরণব্যাধি হলো মাদক। যুবকদের এই ভয়াবহতা থেকে রক্ষা করতে আন নুসরাহ ফাউন্ডেশন নিয়মিত সচেতনতা কর্মসূচি পরিচালনা করছে।”

‎সংগঠনের চলমান ও পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১. যুব নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম। ২. মাসে একবার কাউন্সেলিং ডিপার্টমেন্টের মাধ্যমে তদারকি। ৩. অসহায় ও অসচ্ছল পরিবারকে সহায়তা প্রদান। ৪. সকল বয়সের মানুষের জন্য দ্বীনি শিক্ষা কার্যক্রম। ৫. বৃক্ষরোপণ ও গ্রীন জোন গড়ে তোলা।
‎৬. স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণ। ৭. পাড়া-মহল্লা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ।

‎বক্তারা আরও জানান, ফাউন্ডেশনের সকল কার্যক্রম নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে সামরিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকা বার্ন ইউনিটে আর্থিক অনুদান ও স্বেচ্ছায় রক্তদান করেছে সংগঠনটি। ভবিষ্যতে দেশব্যাপী এমন মানবিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নুসরাহ ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন মীর এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব হাসান জিলানী।

‎সভায় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পেয়ার মো. রকি, সহ-সভাপতি শরিফ দেওয়ান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানজিদ আলম বেপারি সোহাগ, বাইতুল নূর জামে মসজিদের খতিব মুফতি সাইফুল মুহিব্বী, শাহ মোয়াজ্জেম আল আজহারী, মো. আশাবুদ্দিন, মামুন গাজী, বাদল গাজী, কাশেম দেওয়ান প্রমুখ।

‎এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রহিম দেওয়ান, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য মহাসচিব মো. আসিফ, জুমাউল আলম, সাজিদ, মেহেদী হাসান, আহম্মেদ জিসান, সৌরভ, পারভেজ, রুবেল, রাতুল, কাউছার, সামির, সানজিদ জাহিদ, রাব্বি, জিসান, মিলনসহ সল্পেরচক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ বেলায়েত হোসেন এবং আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন শাহ মোয়াজ্জেম আল আজহারী।