আজ রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

বড় সতীন কর্তৃক স্বামী অপহরন! ফিরে পেতে ছোট সতীনের থানায় অভিযোগ

অপহরন

অপহরন
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর শেরে বাংলা রোডে বড় সতীন কর্তৃক স্বামীকে অপহরন করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগ করেছে আরেক সতীন।
এ ঘটনায় ছোট সতীন স্বামীকে ফেরত পেতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এসআই ইলিয়াস হোসেনকে অভিযোগের তদন্ত দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে মাসদাইর শেরে বাংলা রোডের মোঃ মাহাবুব এর ছোট স্ত্রী খাদিজা আক্তার শিমু উল্লেখ করেন,নরসিংপুর এলাকার মোঃ রায়হানের কন্যা ও মাহাবুবের প্রথম স্ত্রী, রায়হানের পুত্র মোঃ সজল ও রায়হান মিলে খাদিজার স্বামী মাহাবুবকে ২০ দিন পূর্বে তার বাসা হতে সন্ত্রাসী কর্তৃক তুলে নেয়। তা সত্বেও আমার স্বামী আমার সাথে যোগাযোগ রাখে।৭ দিন যাবত আমার স্বামী আমার স্বামীর কোন খোঁজ খবর না পাওয়ায় খবর নিয়ে জানতে পারি উল্লেখিত বিবাদীগন মিথ্যা মাদকাসক্ত বলে মাদক নিরোগ অজ্ঞাত হাসপাতালে রেখে দিয়েছে।
বিবাদী গন আমার স্বামীর সাথে যোগাযোগ রাখিলে বড় ধরনের ক্ষতি করিবে বলে হুমকি দেয়।এতে করে খাদিজা তার একমাত্র সন্তান নিয়ে চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করছে।
এ অবস্থায় স্বামীকে ফেরত পেতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদেরের হস্তক্ষেপ কামনা করেন খাদিজা।