নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৬মে) বিকেলে উপজেলার চনপাড়া ইউনিয়নের ডেমরা – কালীগঞ্জ সড়কে এ মানববন্ধন করেছেন এলাকাবাসী।মানববন্ধনের বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম মিয়া,চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ মিয়াজি,যুগ্ম সম্পাদক ইউসুফ হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আখন,দপ্তর সম্পাদক খালেদ হাসান রতন,চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ান,সাধারণ সম্পাদক মানিক ডালি,যুগ্ম সম্পাদক আইয়ুব আলী,চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা এনামুল,চনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা,চনপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবু বকর সিদ্দিক,চনপাড়া ইউনিয়ন তাতীঁদলের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।এসময় বক্তারা বলেন চনপাড়া এবং কায়েতপাড়া ইউনিয়নে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।যাঁর ফলে এসকল গ্রামের মানুষের ভোগান্তি চরমে। অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে এসকল এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্যের সমস্যা হচ্ছে।