নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: রাজধানীর আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে গাবতলী, সদরঘাট এলাকার সোয়ারীঘাট থেকে কদমতলী দিয়ে পোস্তগোলা, পঞ্চবটী, চাষাড়া, শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত সড়কটি আট লেন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এটার বিশেষজ্ঞ নিয়োগ করা হয়ে গেছে। চলছে নকশা প্রণয়নের কাজও।’ সম্প্রতি সড়কটি দেখভালের দায়িত্বে থাকা ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল মুঠোফোনে এতথ্য জানান। তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটির যে অংশগুলো ভেঙে গেছে, সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ওই সড়কটির বিভিন্ন অংশ নিচু হওয়ায় পানি জমে নষ্ট হয়ে যায়। এ কারণে তা উঁচু করে সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করা হচ্ছে, পরে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা সার্কুলার রোড নামে আমাদের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে গাবতলী, সদরঘাট এলাকার সোয়ারীঘাট থেকে কদমতলী দিয়ে পোস্তগোলা, পঞ্চবটী, চাষাঢ়া, শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত সড়কটি আট লেন হবে। এটার বিশেষজ্ঞ নিয়োগ করা হয়ে গেছে। নকশা প্রণয়নের কাজ চলছে।’