সংবাদচর্চা রিপোর্ট:
রমজানকে ঘিড়ে বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বিভিন্ন স্থানে রোজাদার ব্যক্তির কাছে বিক্রির আসায় অপেক্ষা করেন। এর মধ্যে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদে লোক সমগম হয় অনেক। তাই এই এলাকায় বাহারি রঙের দোকানের সংখ্যাও অনেক। মসজিদের সামনের আম গাছতলা ভাড়া দিয়েও টাকা নেয় মাওলানা আব্দুল আউয়াল। অপরদিকে সড়কে দখল করে যানজট সৃষ্টি করছে লিজ প্রাপ্তরা।
এ বিষয়ে মাওলানা আব্দুল আউয়াল জানায়, মসজিদের আম গাছ তলায় দোকান বসানোর জন্য আমরা ৭ হাজার টাকায় লিজ প্রদান করেছি। আর এই টাকা মসজিদের জন্য। তবে মসজিদের বাহিরের বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে তদারকি করবেন পুলিশ। এছাড়া ইফতারের বিষয়ে তিনি বলেন এটা ভুল কথা আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারের আয়োজন করে থাকি। যারা মসজিদের নাম ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দরকার পুলিশের।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচাজ ওসি কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা অবগত নেই তবে আমরা অতিদ্রুত সময়ের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো।