নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশনের দু’টি ওয়ার্ডে ৩টি নতুন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল মঙ্গলবার সকালে নগরীর ১৭ ও ১৮ নং ওয়ার্ডের পাইকপাড়া ও শীতলক্ষায় এ উন্নয়ণ কাজের উদ্বোধন করেন। এসময় ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, উন্নয়ণকাজগুলো কাজগুলো সঠিক ভাবে হচ্ছে কিনা এটা খেয়াল রাখা একজন নাগরিকে দায়িত্ব। কারণ আপনাদের দেয়া অর্থেই উন্নয়ণ হয়, তাই শুধু কাউন্সিলরদের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না।
তিনি আরো বলেন, এমনিতেই নগরীর ফুটপাত দখল করে ব্যবসা করছে সেই যন্ত্রনায় অতিষ্ঠ। তার উপর এই এলাকায় রাস্তার উপর বিভিন্ন স্থানে ইট বালু রেখে ব্যবসা করছে। এটা যারা করছে তারা অন্যায় কাজ করছে এগুলো এলাকার পঞ্চায়েতের দেখা দরকার। এসব ব্যবসা রাস্তায় করার কারনে পয়ঃনিস্কাশন ব্যবস্থার উপর চাপ পড়ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন-নাসিকের প্রকৌশলী খন্দকার নাজমুল হক, মোশারফ হোসেন খোকন, মোঃ আলেক শেখ প্রমুখ।