আজ বৃহস্পতিবার, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫৯৪ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের জালে যুবক

৫৯৪ বোতল ফেন্সিডিলসহ মো. সাইফুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শনিবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশী করে ফেন্সিডিলসহ ওই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এক ই-মেইল বার্তায় র‌্যাব-১১ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া যুবক মো. সাইফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাইফুল প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ