আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪ ঘন্টা খবর হওয়াতে দেশ টিভি এগিয়ে যাবে : পাপ্পা গাজী

নিজস্ব প্রতিবেদক:

দেশ টিভির ১৩ বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। শনিবার বিকেলে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খানেঁর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এসময় বিসিবির পরিচালক বলেন, দেশ টিভি গত ১৩ বছর ধরে তাদের সংবাদ ও নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মন যুগিয়েছে। ২৪ ঘন্টা খবর হওয়াতে দেশ টিভি আরও এগিয়ে যাবে আরও এগিয়ে যাবে। তাদের জন্য শুভ কামনা।

এর আগে সকালে নগরীর প্রেস ক্লাব ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ত্বকী মঞ্চের আহবায়ক ও উপদেষ্টা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাগরিক কমিটি সভাপতি এবি সিদ্দিক, সুজনের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাংস্কৃতিক জোটের কর্মী সভাপতি ভবানী শঙ্কর রায়, সম্পাদক শাহিন মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের কর্মীসহ গণমাধ্যমের সংবাদকর্মীরা।