আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০ দলীয় জোটের অস্তিত্ব থাকবে না : এমপি গাজী

২০ দলীয় জোটের অস্তিত্ব

 

২০ দলীয় জোটের অস্তিত্ব

নবকুমার:

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রূপগঞ্জে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহষ্পতিবার ১৮ অক্টোবর বিকেলে তিনি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ১১টি পূজা মন্ডব পরিশদর্শন করেছেন।

আদর্শ ছাড়া রাজনীতি চলে না উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেছেন, ২০ দলীয় জোটের কোন আদর্শ নেই। বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতকে সাথে নিয়ে জোট করেছে। ইতোমধ্যে ঐক্যফ্রন্ট থেকে সরে গেছে ন্যাপ এবং এলডিপি।  জঙ্গিদের সাথে কোন জোট হয় না। আগামী নির্বাচনে ২০ দলীয় জোটের অস্তিত্ব থাকবে না।

জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ মানবিক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পেয়েছে। কোন ধর্ম পালনে বাধা নেই।

হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না। ওদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রূপগঞ্জের উন্নয়ন চিত্রতুলে ধরে গোলাম দস্তগীর গাজী বলেন, আপনাদের গ্যাস দিয়েছি,বিদ্যুত দিয়েছি। রাস্তা ঘাট পাকা করা হয়েছে। শীতলক্ষা নদীতে  সেতু নির্মান হচ্ছে।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রমাকান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদোসী আলম নীলা, রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান,  উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া ,আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, আজমত আলী,আলহাজ হাবিবুর রহমান হাবিব, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলিসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।