আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৪ বছরের সাজাপ্রাপ্ত আওলাদ র‌্যাবের হাতে আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে মো. আওলাদ হোসেন (৩৫) নামে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার রূপগঞ্জের মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গেফতারকৃত আওলাদ হোসেন সোনারগাঁ উপজেলার শেখ কান্দি এলাকার মো. জাকারিয়ার ছেলে।

র‌্যাব জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আওলাদ হোসেন (৩৫) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। একাধিক মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে ৮টিরও বেশি মামলা চলমান রয়েছে।

র‌্যাব জানিয়েছে আওলাদেও বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এর মধ্যে ২০১৫ সালে র‌্যাব-১১ এর দায়ের করা একটি মাদক মামলায় বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আওলাদ হোসেন বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে পালিয়ে বেড়াচ্ছিল।