নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় একটি পাঁচ তলা ভবন হেলে পরেছে। এতে করে বাড়িটিতে বসবাসরত পরিবারগুলোর মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। হেলে পরা বাড়িটি দেখতে শত শত উৎসুক জনতা ভীড় করে বাড়িটির আশেপাশে।
মঙ্গলবার (২২ মে) বিকেলের দিকে বাড়িটি হেলে পরে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে আলিগঞ্জ হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কামরুল হাসানের পাঁচ তলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করেই পূর্ব দিকে ১ ফুট পরিমান হেলে পরে। এই ভবনের পাশের ভবন হাজি মোঃ রাসেলের তিন তলা ভবনে আটকে যায়। খবর পেয়ে শত শত স্থানীয় লোকজন জড়ো হয়।
বাড়িটিতে ১১টি পরিবার ভাড়া থাকে। ভবনটি হেলে পরায় তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়।
স্থানীয়রা জানায়, মাত্র সোয়া দুই শতাংশ জমির উপর বাড়িটি নির্মাণ করা হয়েছে। ফাউন্ডেশন ছাড়া এবং সয়েল টেষ্ট ছাড়াই বাড়িটি নির্মানের কারণে ভবনটি হেলে পরেছে বলে স্থানীয়রা জানায়।
এবিষয়ে ভবনটির মালিক কামরুল হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।