নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে একজন হিজড়াকে সংসদ সদস্য বানাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত আসনে হিজড়া নেতাদের মনোনয়ন ফরম তুলতে নির্দেশ দিয়েছেন।
হিজড়ারা তাদের অধিকারের কথা জাতীয় সংসদে তুলে ধরবেন।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম জমা দেয়ার সময় এমন কথা বলেন নাদিরা খানম (হিজড়া)।
নাদিরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফরম কিনতে বলেছেন। আমাদের যে কোনো একজনকে এমপি করা হবে। ৮টি বিভাগ থেকে আমাদের আটজনের ফরম কেনার কথা ছিল। কিন্তু সমঝোতার মাধ্যমে তিনজন ফরম তুলে জমা দিয়েছেন।
নাদিরা রংপুর, আরিফা ইয়াসমিন ময়ূরী ময়মনসিংহ ও ফাল্গুনী চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।