আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসিবকে স্মরণ করলো ছাত্রলীগ

সংবাদচর্চা রিপোর্ট: প্রয়াত রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুর রহমান হাসিবের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে তারাব পৌরসভার রূপসী এলাকায় প্রয়াত এই নেতার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ । পরে মরহুম হাসিবের আন্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, সহ সভাপতি নাজমুল হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রোবায়েদ হাসান রাকিব, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, তারাব পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মনির খান সোমেল,সাংগঠনিক সম্পাদক মাহবুব ভুইয়া, মামুন ভুইয়া,ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শান্ত,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন অপু সহ অনেকে। 

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুঘর্টনায় নিহত হয় হাসিব । প্রতি বছর তার মৃত্যু দিবস পালন করে ছাত্রলীগ সহ এলাকাবাসী। রূপগঞ্জে তার অসংখ্য ভক্ত রয়েছে।