আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা

হত্যা

ভান্ডারিয়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা
হত্যা

পিরোজপুর প্রতিনিধি ॥

পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা গ্রামে বুধবার রাতে রাসেল খান (৩২) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় লিটন হাওলাদার নামে এক যুবক কে সন্দেহজনক ভাবে আটক করেছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, রাত ৮দিকে পূর্বমাটিভাংগা ওয়ার্ডের সীমান্তে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের নতুন বাজার থেকে রাসেল খান বাড়ী ফিরছিল।এ সময় একদল লোক তাকে ধরে ঘটনাস্থলে এনে আনুমানিক সাড়ে আটর  দিকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো শাহাবুদ্দিন বলেন, রাত আটটা থেকে সারে আটটার মধ্যে এ হত্যাকান্ড ঘটে। রাসেল ও তার সহযোগিরা ২০১৬ সালে গৌরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা গ্রামের সুলতান হাওলাদারের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। যে ঘটনায় থানায় মামলা হয়।

ঝালকাঠী জেলার কাঠলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, রাসেল খানের বিরুদ্ধে কাঠলিয়া থানায় একটি ডাকাতি একটি দস্যুতা সহ আটটি মামলা আছে। সে পুলিশের তালিকা ভূক্ত ডাকাত।

তবে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন জানান, রাসেল খান একজন কৃষক। কি কারনে কারা তাকে হত্যা করতে পারে এ বিষয়টি জানাতে চাইলে তিনি বলেন, আমি বলতে পারছিনা।