প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) জেলা প্রশাসক রাব্বী মিয়া সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেন, হকারমুক্ত ফুটপাত নিশ্চিত করার লক্ষে জেলা পুলিশ কাজ করছে। চলমান রমজানে এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হবে।
এসপি বলেন, পূর্বের ন্যায় ভূমিদস্যু গার্মেন্টসে অস্থিরতা ঝুট সন্ত্রাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ।
তিনি বলেন, জেলা পুলিশের কোন সদস্য যদি মাদক বা অন্য কোন অপরাধের বা অপরাধীদের সাথে সংশ্লিষ্ট থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ার করেন।
এছাড়া জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং-২০১৯” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়া এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)।