আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যু,মন্ত্রী গাজীর শোক

সংবাদচর্চা রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের মা ফৌজিয়া মালেক ইন্তেকাল (ইন্না লিল্লাহি…রাজিউন) করেছেন।

রাজধানীর এএমজেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় বৃহস্পতিবার ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এক শোক বার্তায় বস্ত্র ও পাটমন্ত্রী , মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।