স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন
এস.ডি রিপন মাহমুদ ॥
রূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়েছেন। বৃহস্পতিবার সকালে নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্সে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোস্তাফিজুর রহমান ওই কম্বল বিতরন করেন।
উপজেলা কমান্ডার মো. জাহীদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুর জেলা কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন, ওসি মো. মুনিরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মো. আব্দুর রাজ্জাক, সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান, সহকারী কমান্ডার মো. জহিরুল হক, মো. শাহজাহান সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নজরুল ইসলাম।