আজ মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, সংবাদচর্চা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় এস এম কামরুজ্জামান কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার জল্লারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী কামরুল নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ আখড়ার আব্দুল কাদেরের ছেলে।

২০১১ সালে পারিবারিক আদালতে দেনমোহর ও সন্তানের ভরণ পোষণের জন্য মামলা দায়ের করেন কামরুলের স্ত্রী রোকসানা খাতুন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জানান, কামরুল দীর্ঘদিন একটি মামলায় পলাতক ছিলেন। ওয়ারেন্টের কাগজ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এসএমআর