নিজস্ব প্রতিবেদক:
পরকীয়ার সন্দেহে ফতুল্লায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৪ মে) সকালে ফতুল্লার দেলপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতের নাম নোমানা বেগম (২৫)। ঘাতক স্বামীর নাম স্বামী রাজু আহমেদ (৩০)।
নিহত নোমানা বেগম দেলপাড়া এলাকায় বসবাস করতেন। স্বামী রাজু আহমেদ ঢাকায় মোটর পার্টস ব্যবসা করেন।
পুলিশ জানায়, সকালে পরকীয়ার সন্দেহের জেরে স্ত্রী নোমানা বেগমের সঙ্গে ঝগড়া হয় রাজুর। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাজু স্ত্রীকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। পরে ঘাতক রাজুকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এস আই আমিনুল জানান, স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পযায়ে স্বামী রাজু স্ত্রী রুমানাকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করা হয়। ঘাতক রাজুকে আটক করা হয়েছে।