আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্দানে জনসভাকে সাফল্যমন্ডিত করার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত ১২ই নভেম্বর ২০১৭ইং সোহরাওয়ার্দী উদ্দানে জনসভাকে সাফল্যমন্ডিত করার জন্য রূপগঞ্জ থানা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে রূপসী খন্দকার বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. তৈমুর আলম খন্দকার বলেন যে – ১৯৭৫ ইং সালে ৭ নভেম্বর আর্ভিবাব হয়েছিল বলেই বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। দেশে গনতন্ত্র এখন নির্বাসিত। দেশে গনতন্ত্রকে পুন:প্রতিষ্ঠিত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তাই ১২ই নভেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিনত করার জন্য বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের আহবান জানান। এ্যাড. তৈমুর আলম খন্দকার আরও বলেন যে মিটিং এ যাওয়ার পথে স্বৈরাচার সরকার বাধা প্রদান করা হলেও যে কোন পরিস্থিতির মোকাবেলা করে জনসভায় উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।
তিনি বলেন যে – দুপুর ১টায় সভায় ঢাকাস্থ তার অফিস থেকে বিরাট মিছিল সহকারে জনসভায় উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের সিদ্ধান্ত প্রদান করেন।
সবায় সভাবতিত্ব করেন রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি হাজী আতাউর রহমান ভূইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন ওলামাদলের সভাপতি শামছুর রহমান বেনু, আলাউদ্দীন আহাম্মেদ (সাবেক সভাপতি রূপগঞ্জ থানা যুবদল), আব্দুল হালীম ভূইয়া (যুগ্ন আহবায়ক নাঃগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল),মোহাম্মদ আলী মেম্বার (সভাপতি রূপগঞ্জ থানা কৃষকদল), শাহীনা আক্তার রেহেনা মেম্বারনী (সভাপতি রূপগঞ্জ থানা থানা মহিলা দল), ঈদ্রীস আলী (সভাপতি রূপগঞ্জ থানা শ্রমিকদল), আজাদ আফজাল (রূপগঞ্জ থানা সেচ্ছাসেবক দল), তারাব পৌরসভা যুবদল নেতা রিপন ভূইয়া, খোকন খান, সারোয়ার খন্দকার, নসির মিয়া, সজীব মোল্লা (সহ-সাধারন সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল), ছাত্রদল নেতা শরীফ, সাইমন, মনির, তানজিদ, রায়হান, কৃষকদল নেতা বেলায়েত, রোমান, মহিউদ্দিন সুমন, শ্রমিকদল নেতা নুরা, রোবেল সহ আরও অনেকে