মাজহারুল ইসলামঃ সমাজসেবক ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণপদক ও সম্মাননা পেলেন সোনারগাঁয়ের সনমান্দী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ।গত ৩০ নভেম্বর-২০১৭ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের অবনীন্দ্র সভাঘরে বিশ্ববঙ্গ সাহিত্য সংসদ এবং বঙ্গবন্ধু সাহিত্য সংসদ আয়োজনে ভারতীয়,পাকিস্তান, শ্রীলংকা,মালদ্বীপ,নেপাল,ভুটান, আফগানিস্তান ও বাংলাদেশের গুণীজনদের অংশ গ্রহনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়।
ভারতের কলকাতাস্থ বিশ্ববঙ্গ সাহিত্য সংসদ ও বঙ্গবন্ধু সাহিত্য সংসদ-এর মহাসচিব তপন সাহা প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেষ্ট স্বর্ণপদক চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্’র হাতে তুলে দেন।এ সময় উক্ত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ ঢাকাস্থ বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের মহাসচিব গোলাম রাব্বানী,স্বামী মুক্তাত্মানন্দজী, ড. সূর্য ঠাকুর, ড. কৃষ্ণকালী দত্ত প্রাবন্ধিক, ড. শ্যামল গোষ্বামী কবি ও সম্পাদক, ড. প্রভাস হাজারিকা সাহিত্যিক, ড. প্রনবেন্দু চট্টোপাধ্যায় সাহিত্যিক,অধ্যাপক মহম্মদ আলি কবি, সুরজিৎ চৌধুরী মানব প্রশিক্ষক সহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান ও বাংলাদেশের গুণীজনরা উপস্থিত ছিলেন।সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ইতিপূর্বেও তিনি সমাজসেবা ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সংগঠন কর্তৃক স্বর্ণপদক সহ একাধিক সম্মাননার খ্যাতি অর্জন করছেন।