আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের ইউএনওকে বদলি

সংবাদচর্চা রিপোর্ট: সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামকে টাঙ্গাইল সদর উপজেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সেলিম রেজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সোনারগাঁয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন টাঙ্গাইল সদর জেলা থেকে সদ্য বদলী ইউএনও আকিকুল ইসলাম।

প্রসঙ্গত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে সাংসদ লিয়াকত হোসেন খোকার মত পার্থক্য ছিলো চরমে। যার ফলে তাকে বদলি করা হয়েছে। তবে সোনারগাঁয়ে বেশি দিন টিকতে পারছে না উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত বদলি করা হচ্ছে। এতে উন্নয়নে প্রভাব পড়তে পাড়া বলে আশঙ্কা করছে স্থানীয়রা।