আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।  মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নূর মিয়া (৫৮)  উপজেলার ললাটি গ্রামের বাসিন্দা। তিন মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় নূর মিয়ার ছেল মাসুমের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে নূর মিয়া এশিয়ান হাইওয়ের ললাটি বাসস্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত রিকশা যোগে নয়াপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াপুর কনফিডেন্স মিলের সামনে একটি দ্রুতগামী ট্রাক ওই ব্যাটারি চালিত রিকশাকে ধাক্কা দিলে নূর মিয়া রিকশা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ